গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনায় জড়িত স্বামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। অন্যদিকে গুরুতর অসুস্থ নববধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা জানান, বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামের কনের সঙ্গে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আসিফ মিয়ার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে বাড়িতে আসেন আসিফ। তারপর আসিফ তার ৭ বন্ধু মিলে রাতভর নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। শুক্রবার আসিফ নববধূ ও তার বন্ধুদের নিয়ে শ্বশুরবাড়ি যায়। এ সময় অসুস্থ নববধূ তার মা ও বাবাকে ঘটনা খুলে বলে। এরপর চিকিৎসার জন্য তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একপর্যায়ে নববধূর স্বজনরা ও স্থানীয় লোকজন ঘটনা শুনে বরসহ বন্ধুদের আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।