জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষ্যে থাকছে নানা আয়োজন। প্রেমের কবির জনপ্রিয় গান ‘সাঁঝের আঁচলে’র উপর একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। তিনি মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবার কাছে পরিচিতি পেলেও এবার নিয়ে আসছেন একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে। প্রযোজনার পাশাপাশি মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছেন কানাডা প্রবাসী শিরিন চৌধুরী। এটির কনসেপ্টও তারই। গানটির ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এতে তাকে একজন ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে। সংগীত পরিচালনা করেছেন প্রান্তিক সুর। এই কাজটি নিয়ে বিজরী বরকতউল্লাহ বলেন, ‘চয়নিকা বৌদি যখন কাজটির প্রস্তাব করে আমি সঙ্গে সঙ্গে রাজী হয়ে যাই। কারণ গানটি শোনার পর আমার খুব ভালো লাগে।
শিরিন চৌধুরীর গায়কী এবং তার ভিডিও কনসেপ্ট আমার দারুণ লাগে। আশা করছি দর্শকও উপভোগ করবেন।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘ঢাকার রোজ গার্ডেন আমার খুব পছন্দের জায়গা। কত কত নাটক বানিয়েছি! সেখানে এবং উত্তরায় মাত্র ১ দিনে শুটিং শেষ করেছি শিরিন চৌধুরীর গাওয়া গল্পভিত্তিক ‘সাঁঝের আঁচলে’ মিউজিক ভিডিও। গানটির সুরে নরম সুফি-মেজাজ আছে। এই গানটি আমার ভীষণ প্রিয়। শিরিন অসাধারণ গেয়েছেন। ইনফ্যাক্ট আমি এই গানের প্রেমেই পড়ে গেছি। যিনি বিদ্রোহী কবি সেই কাজী নজরুল ইসলাম যে কী রোমান্টিক! ‘সাঁঝের আঁচলে’ শুনলে নতুন করে টের পাওয়া যায়। বিজরীর উপস্থিতি গল্পের প্রাণ; শিরিনের কণ্ঠে যে সাঁঝ নেমে আসে, সেটাকেই আমরা ছবির মতো ধরে রাখতে চেয়েছি। আশা করছি,ভিডিওটি সবার পছন্দ হবে’। এরইমধ্যে সামনে এসছে টিজার। পুরো গান-ভিডিওটি আজ থেকে দেখা যাবে সিংগিস্টিক ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।