চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে বাসের অপেক্ষায় রয়েছেন এক প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের লোকজন। এ সময় ভিক্ষুক এসে ভিক্ষা চাইলেন। ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলেই ওই ভিক্ষুক উস্কানিমূলক কথা বলে তাদের ক্ষেপিয়ে তোলেন। ভিক্ষুকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। কোন এক ফাঁকে প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফির ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণাংলকার নিয়ে চম্পট দেয় ওই ভিক্ষুক। গতকাল সোমবার রাত দুইটার দিকে তসলিমা আকতার (৩৫) নামের ওই ‘প্রতারক’ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক তসলিমা সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশা বাপের বাড়ি এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। দীর্ঘদিন ধরে ওই নারী ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় বিভিন্ন কায়দায় চুরি করে আসছে বলে স্থানীয়রা জানায়।
তার রয়েছে একটি সংঘবদ্ধ চোরের দল। থানা সূত্রে জানিয়েছে, গত ২১আগস্ট উপজেলার কলাউজান ১ নং ওয়ার্ডের হিন্দুর হাট এলাকার প্রবাসী হাফেজ আহমদের স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি (২৪) চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমিরাবাদ স্টেশনে বাসের অপেক্ষায় ছিলেন। ওই সময় আটক তসলিমা ভিখারি সেজে বেশে ভিক্ষা খুঁজে। একপর্যায়ে তসলিমা তাদের উস্কানিমূলক কথা বলে ঝগড়া লাগান। বাকবিতণ্ডার ফাঁকে ক্ষতিগ্রস্ত রাফির ব্যাগ থেকে ২ জোড়া কানের দুল, একটি আংটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তসলিমাকে আটক করেন। ক্ষতিগ্রস্ত খাদিজাতুল কোবরা রাফি বলেন, বাকবিতণ্ডার কোনো এক ফাঁকে আমার ব্যাগের চেইন খুলে স্বর্ণ নিয়ে গেছে। আমি একদম টের পাইনি। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, তসলিমা পেশাদার চোর।
সে ভিক্ষুকের বেশে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড করে আসছে। প্রবাসীর স্ত্রী মামলার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে বিভিন্ন সময়ে চুরির নগদ চার লক্ষ একান্ন হাজার টাকা ও ৩ ভরি ১১ আনা ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার মধ্যে পাঁচটি স্বর্ণের আংটি, দুটি স্বর্ণের চেইন, চার জোড়া স্বর্ণের কানের দুল, দুটি নাকফুল ছিল। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি ভুক্তভোগী রাফি নিজের বলে শনাক্ত করে। আটক তসলিমাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ওই কর্মকর্তা।