৬ আগস্ট ইরানি বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, রুজবেহ ভাদি নামের এই ব্যক্তি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। তিনি গত জুনে ইরানের ওপর ইসরায়েলের হামলায় নিহত একজন পরমাণু বিজ্ঞানীর তথ্য সরবরাহ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রুজবেহ ভাদি ‘ইরানের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সংস্থাগুলোর একটিতে‘ কাজ করেছিলেন। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে ৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভাদি দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে বিস্তৃত অপরাধ করেছেন, যা জনশৃঙ্খলার মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। জুন মাসে ইরানে আগ্রাসনের শুরুরে ইসরায়েল তেহরানের শীর্ষ জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালায়। এরপর ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।