জানা গেছে, গত ১লা আগস্ট স্থানীয় সন্ত্রাসী হক সাবের নেতৃত্বে দেশীয় আগ্নেয়াস্ত্র, কিরিচ, চাপাতি, রামদা ও লোহার রড সজ্জিত ১৮–২০ জনের একটি সশস্ত্র দল বিএসআরএম স্টিল রোলিং–২ এবং স্টিল মেলটিং–২ কারখানায় হামলা চালায়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম স্টিল কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্রমিকদের হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো. তাজুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব–৭, চট্টগ্রাম। এ সময় হামলাকারীরা কারখানার অফিস কক্ষ ভাঙচুর, লুটপাট চালায় এবং ডিউটি অফিসার মো. শাহ আলম, সিকিউরিটি গার্ড মোরশেদ, ডাম্প ট্রাকচালক সোহাগসহ শ্রমিকদের ওপর নির্মম হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল পরিমাণ লোহা তৈরির স্ক্র্যাপ, নির্মাণাধীন বেষ্টনীর টিন ও নগদ টাকা লুট করে নেয়। এ ছাড়া, বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখলে শ্রমিকদের হত্যার হুমকি দেয়া হয়। ঘটনার পর বিএসআরএম কারখানার ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে গত রোববার জোরারগঞ্জ থানায় ৩২ জন এজাহারনামীয় ও ১৫–২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র্যাব–৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে কোতোয়ালি থানাধীন কাজির দেউরি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. তাজুল ইসলাম (২৭)কে গ্রেপ্তার করে।
তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আরও দু’টি অভিযানে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন– মিরসরাই পরাগলপুর গ্রামের বশির আহম্মদের ছেলে মো. ইমন (২৬), একই উপজেলার সাদেক হোসেন (৩০), মো. হাসান (২২), চাঁদপুর জেলার মাহবুব (২৬)। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোববার রাতে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব–৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান। মামলার বাদী বিএসআরএম মিরসরাই জোনের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা মামলা করেছি। সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, ‘আসামিদের সুনির্দিষ্ট মামলায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত আরও তথ্য যাচাই করা হচ্ছে।