চট্টগ্রাম নগরে ফুটপাত দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। মুরাদপুরে জামান হোটেলের সামনে নালার ওপর ছিল স্ল্যাব। তাতে পা রাখতেই তা উল্টে যায়। আর নিয়ন্ত্রণ হারিয়ে নালার ভেতরে পড়ে যান ওই তরুণী। তাৎক্ষণিক ছুটে আসেন আশপাশে থাকা লোকজন। তারা দ্রুত উদ্ধার করেন তরুণীকে। বৃষ্টি না থাকায় নালায় পানি কম ছিল। তাই অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। চট্টগ্রাম নগরের মুরাদপুরে স্ল্যাব উল্টে নালায় পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে সোমবার বেলা পৌনে তিনটায়। নালায় পড়ে যাওয়ার একটি ভিডিও সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই তরুণীর পরিচয় এবং বর্তমানে কী অবস্থায় আছেন, তা পাওয়া যায়নি। ভিডিওতে দেখা যায়, নালার ওপর যে স্ল্যাব রাখা হয়েছে, তা কংক্রিটের। এ রকম তিনটি স্ল্যাব ছিল। হেঁটে আসার সময় তিনটির মধ্যে একটিতে পা দেন ওই তরুণী। তা সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতেই তরুণী নালার ভেতরে পড়ে যান। তবে পাশের বিপণিবিতান ও ফুটপাতে থাকা লোকজন দ্রুত ছুটে এসে ওই তরুণীকে উদ্ধার করেন।
এরপর তরুণী হেঁটে বিপণিবিতানে প্রবেশ করেন। তাকে ভীত ও আতঙ্কিত দেখাচ্ছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নালার ওপর স্ল্যাব ছিল। মানুষ হাঁটতে গিয়ে স্ল্যাবের এক পাশ সরে গেছে। ফলে ওই নারী স্ল্যাবসহ পড়ে আহত হয়েছেন। কারো নজরে পড়ার সঙ্গে সঙ্গে স্ল্যাবটি ভালোভাবে বসিয়ে দিলে এই দুর্ঘটনা হতো না। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই নালাটি সুরক্ষিত করার ব্যবস্থা নিয়েছি।’ উল্লেখ্য, গত এক দশকে চট্টগ্রামে নগরের খাল–নালায় পড়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে দুই শিশু নিহত হয়েছেন।