২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর নামমাত্র সংস্কার করা হলেও বর্তমানে রাস্তাগুলোর অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘জামালগঞ্জ থেকে গজারিয়া পর্যন্ত সড়কটি বর্তমানে খুবই দুরবস্থায় রয়েছে। রামপুর, সংবাদপুর, চানপুর, নয়াহালটসহ বিভিন্ন স্থানে সড়কে ভাঙাচোরা, গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় গাইড ওয়াল ভেঙে গেছে। বিশেষ করে চানপুর ব্রিজের এপ্রোচ অংশটি ধসে গিয়ে মাটি সরে গেছে, ফলে সেখানে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এই সড়কে চলাচল করতে গিয়ে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।’ জামালগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে চীফ স্যারের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, ২০২৫–২০২৬ অর্থবছরে ‘জিওবি মেইনটেন্যান্স’ প্রোগ্রামের আওতায় সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে। এছাড়াও জামালগঞ্জ – সেলিমগঞ্জ– মান্নানঘাট – আলিপুর – গাগলাজুর পর্যন্ত দীর্ঘ সড়কটিতেও প্রায় এক দশক ধরে কোনো সংস্কার হয়নি। এই রাস্তাটিরও সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে এবং এরপর টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে।