কতিপয় হটকারী বাচালের দল, হঠাৎ করে কম্পাসের কাটা বিপরীতমুখী করে উদীয়মান দেশটিকে শতবৎসরের পিছনে ঠেলে দিল, যার ফলে আপামর জনগোষ্ঠি আজ তাদের অপুরনীয় পরাজয় ক্ষয়ক্ষতির কথা সভাসমাবেশে প্রকাশ্যে স্বীকার করে ফিরছে। আজ জনমানুষ নিদারুন অসহায়। অভিযোগ কার বিরুদ্ধে, কার কাছে দায়ের করবে? অপরাধী তো নিজেই। মাতাল হাওয়া সকলকে এলোপাথারী উড়িয়ে নিয়ে গেছে। পস্তানো কোনো সমাধান হতে পারেনা, যে তীর, ধনুক থেকে একবার ছুড়ে মারা হয়, তা ফিরাবার কোনো উপায় অবশিষ্ট আছে কি?
আবাল–বৃদ্ধ–বণিতা পালাক্রমে কেঁদে ফিরছে; নয়নের জল বিসর্জন দিলে কোনো লাভ দেখিনা; তবে, হৃদয়ের আসু আমূল পরিবর্তন অপরিহার্য। মানুষের নির্মাতা মহান মাবুদের কাছে রয়েছে অপূর্ব সমাধান। তিনি মানুষকে আত্মবৎ প্রেম করেন। তিনি অনুতপ্ত ব্যক্তিকে কখনোই পরিত্যাগ করেন না।
আসুন, সকলে মিলে মাবুদের কাছে ফিরে যাই। সনির্বন্ধ আকুতি জানাই; অবশ্যই তিনি আমাদের সার্বিক ক্ষতি পুষিয়ে দিবেন। আসুন চিত্তের সার্বিক কালিমা তাঁর চরণ তলে সঁপে দিয়ে নতুন সৃষ্টি হবার জন্য ফরিয়াদ জানাই। মাবুদ মেহেরবান। তিনি প্রতিজ্ঞা করেছেন। অবশ্যই তিনি আমাদের নতুন করে সৃষ্টি করবেন। আমাদের কলুষিত হৃদয় বদল করে তাঁরই পূতপবিত্র হৃদয় পুণস্থাপন করবেন। কোনো খুনী বদমেজাজি কুট–কৌশলিকে আর অনুসরণ করা নয়, বরং প্রেমের পারাবার আত্মত্যাগী রুহানী পথ–প্রদর্শকের হাতে বাকী জীবনটা তুলে দিয়ে নিশ্চিত হই, যা হবে আমাদের প্রকৃত পদক্ষেপ। মাবুদ আমাদের সহায়।