গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের গৃহবধূ মোছা. মদীনা বেগমের কাছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি–২ জুলাই মাসে বিদ্যুতের বিল এনেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা! বিল পরিশোধ না করলে ৫২ হাজার ৪১ টাকা জরিমানার কথাও জানানো হয়। ঘটনাটি নজিরবিহীন, কারণ মদীনা বেগমের বাড়িতে মাত্র ২টি লাইট, ২টি ফ্যান ও ১টি ফ্রিজ রয়েছে। জুন মাসে তার মিটারে রিডিং ছিল ৭৮৩৫ ইউনিট, আর জুলাইয়ের শুরুতে তা হয়েছে ৭৯৩০ ইউনিট। অর্থাৎ, প্রকৃত ব্যবহার মাত্র ৯৫ ইউনিট। অথচ বিল প্রস্তুতকারী ভুলবশত ইউনিট রিডিং লিখেছেন ৭৯ হাজার ৩০৩ ইউনিট, যা বাস্তবে ব্যবহারের চেয়ে প্রায় ৮৩৪ গুণ বেশি! ৩১ জুলাইয়ের মধ্যে জরিমানা সহ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে শ্রীপুর জোনাল অফিসের ডিজিএম বলেন, এটা সম্ভবত ভুলবসত হয়েছে। আমাদের সিস্টেমে এ ধরনের ভুল সংশোধনের সুযোগ রয়েছে। তবে যিনি বিলটি প্রস্তুত করেছেন—তাকে চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মদীনা বেগম বলেন, আমি তো ভাবতেই পারিনি এমন একটা বিল আসবে! এটা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছি। এই পরিমাণ টাকা কীভাবে পরিশোধ করব? আমার তো বিদ্যুৎ ব্যবহারের হিসাবই এত না।