ফুটবলে এখন চলছে আর্জেন্টিনার রাজত্ব। লিওনেল মেসিরা একের পর এক জয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন। সে ধারায় পিছিয়ে নেই আর্জেন্টিনার নারী ফুটবলাররাও। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের টিকিট। গ্রুপপর্বে নিজেদের সবশেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইকুয়েডরকে ২–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে প্রথমার্ধের ১৯ মিনিটে কিশি নুনিয়েজ গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই প্রথম স্পর্শে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো। এর আগে উরুগুয়ের বিপক্ষে ১–০ গোলের জয় দিয়ে কোপা অভিযান শুরু করে আর্জেন্টিনা।
এরপর চিলিকে ২–১ এবং পেরুকে ১–০ ব্যবধানে হারিয়ে দেয় দলটি। গ্রুপ পর্ব শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে। চিলি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে, আর স্বাগতিক ইকুয়েডর ও পেরু এরই মধ্যে টুর্নামেন্ট শেষ করেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।