পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশ সফরে আছেন রমিজ রাজাও। ধারাভাষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকস’–এ কথা বলেছেন চলমান সিরিজের নানা দিক নিয়ে। দ্বিতীয় টি–টোয়েন্টিতেও পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের এমন পরাজয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা সরাসরি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে। রমিজ রাজা বলেন, ‘বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারো পাকিস্তানকে শিখিয়ে দিলো যে কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে।
বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে।’ জয়ের পেছনে দলীয় আত্মবিশ্বাসকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে জাকের আলীর ইনিংস আলাদা করে নজরে এসেছে তার, ‘পাকিস্তান ৩–০তে সিরিজ জিতে এসেছিল, তাই ফেবারিট ছিল। কিন্তু বাংলাদেশ সমর্থকদের সামনে যেভাবে খেলেছে, সেটা প্রশংসার দাবি রাখে। জাকের আলী অসাধারণ খেলেছে।’ রমিজ পাকিস্তান দলে স্পেশালিস্ট স্পিনারের অনুপস্থিতিও তুলে ধরেন, ‘এই কন্ডিশনে একজন নিয়মিত স্পিনার খুব জরুরি। আজ পাকিস্তানের একটাও স্পেশালিস্ট স্পিনার ছিল না। বিপরীতে বাংলাদেশের রিশাদ মার খেলেও নিয়মিত বোলার। কঠিন সময় স্পেশালিস্ট বোলারই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’