শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তালা লাগিয়ে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রধান ফটকে তালা দেয় বিক্ষুব্ধরা। পরে তারা দুপুর দেড়টার দিকে মুরাদপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ওই সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানায়, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে চলমান এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। রাত ৩টায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছেন তারা। গভীররাতে নেওয়া এমন সিদ্ধান্তের কথা জানতেন না অনেক শিক্ষার্থী এবং অভিভাবক। এ কারণে মঙ্গলবার অনেক পরীক্ষার্থী কেন্দ্রে চলে আসে। শিক্ষার্থীদের নিয়ে এমন খামখেয়ালিপনা করা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদে থাকার অধিকার নেই। তাই তারা এই দুইজনের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ যুগান্তরকে বলেন, বোর্ডের প্রধান ফটকে তালা দিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কিন্তু আমার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো দাবি–দাওয়া দেয়নি। আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম, তাদের সঙ্গেও তারা কোনো কথা বলেনি। তিনি আরও বলেন, আমি নিজে গিয়ে পরে তাদের সঙ্গে কথা বলেছি। তবে তারা যে দাবিতে বোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে সেই দাবির বিষয়ে বোর্ডের কিছু করার নেই। বিষয়টি তাদের বুঝিয়ে বলার পর তারা চলে যায়।