কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা ফিশ ভেঙ্কট মারা গেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে কিডনি জটিলতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন ভেঙ্কট। ভেঙ্কটের মেয়ে এর আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, চিকিৎসকরা তাঁর বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছিলেন। তবে ট্রান্সপ্ল্যান্টের আনুমানিক খরচ ছিল ৫০ লাখ রুপি, যা জোগাড় করা পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছিল না।
ভিডিও বার্তায় ভেঙ্কটের মেয়ে বলেন, “বাবা ভালো নেই, অবস্থা খুবই সিরিয়াস। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য অন্তত ৫০ লাখ রুপি প্রয়োজন।” পরে অভিনেতা পবন কল্যাণ ও বিশ্বক সেন তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দেন। ফিশ ভেঙ্কটের প্রকৃত নাম ভেঙ্কট রাজ। তিনি হায়দরাবাদেই জন্মগ্রহণ করেন। ২০০০ সালের শুরুর দিকে তেলেগু চলচ্চিত্রে পা রাখেন ‘খুশি’ সিনেমার একটি ছোট চরিত্রের মাধ্যমে। এরপর ‘বান্নি’, ‘অধুরস’, ‘ধি’ এবং ‘মিরাপাকায়’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। বিশেষ করে তাঁর স্বতঃস্ফূর্ত কমিক টাইমিং ও টেলেঙ্গানা উচ্চারণে সংলাপ বলার ঢঙ তাকে করে তোলে আলাদা। সিনেমায় কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভেঙ্কট দর্শকদের কাছে নিজস্ব অবস্থান তৈরি করে নেন। মৃত্যুর আগে তিনি ‘স্লাম ডগ হাজবেন্ড’, ‘নারকাসুরা’ এবং ‘কফি উইথ এ কিলার’-এর মতো সিনেমায় কাজ করেছিলেন। মৃত্যুকালে ফিশ ভেঙ্কট স্ত্রী সুভর্ণা ও মেয়ে শ্রীবন্তিকে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।