বান্দরবানের লামা উপজেলার লোকালয় থেকে বিরল ও বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর (স্লো লরিস) উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিমপাড়ার একটি বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, বানরটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে প্রাণীটিকে আলীকদম উপজেলার মাতামুহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। লামা সদর রেঞ্জের বন কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন বলেন, “বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি বৃহস্পতিবার রাতে আব্দুল মোমিনের বাড়ির লোকজন ধরে রেখেছিল। খবর পেয়ে শুক্রবার বন বিভাগের একটি দল গিয়ে এটি উদ্ধার করে।” তিনি বলেন, “বনের ধ্বংস এবং খাদ্যাভাবের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। অনেকে জানার অভাবে এসব প্রাণী মেরে ফেলছে। তাই স্থানীয়দের সচেতন করা এখন সময়ের দাবি।” বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমরা আন্তরিক। উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে দ্রুতই প্রকৃতির অভয়ারণ্যে ফেরত পাঠানো হবে।” বন বিভাগ বিপন্ন প্রাণীদের হত্যা বা আটক না করার আহ্বান জানিয়ে বলে, এ ধরনের প্রাণী কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় বন কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হচ্ছে।