রাশিয়ায় আগামী ৫–৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেখানে জায়গা করে নিয়েছে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। কাজানের বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে এটি। উৎসবে অংশ নিতে নির্মাতাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “মাস্তুল” প্রদর্শিত হওয়ার পর বিভিন্ন উৎসব থেকেই সিনেমাটি দেখানোর আমন্ত্রণ পাচ্ছি। গেল মাসেই রাশিয়ার চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় সিনেমাটি। এবার কাজান থেকে এলো আমন্ত্রণ, নিঃসন্দেহে এটা পুরো “মাস্তুল” টিমের জন্যই বিশেষ অনুপ্রেরণার।’ এদিকে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আসন্ন কাজান চলচ্চিত্র উৎসবে ৬৭টি দেশ থেকে জমা পড়েছে ৮৪৫টি সিনেমা। রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই উৎসবটি তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তাম মিনিখানভের পৃষ্ঠপোষকতায় এবং রাশিয়া–ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপ–এর অংশীদারত্বে অনুষ্ঠিত হচ্ছে।
শুধু কাজান–ই নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৪তম আসর ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। এতে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান। বলা দরকার, জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।