২৬ জুন এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ২০১৯ সালে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। বিচার শুরু হয়েছিল ২০২০ সালে এবং এতে তিনটি ফৌজদারি মামলা রয়েছে। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন আসছেন। নেতানিয়াহুর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে – এমন কথা জানতে পেরেছেন জানিয়ে ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত, যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন।‘ ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানালেও পোস্টে তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছিল এবং এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে বাঁচাতে চলেছে।‘ তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ প্রতিবাদ জানিয়ে বলেছেন, ট্রাম্পের এই বিষয়টিতে নাক গলানো উচিত নয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি যথাযথ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি, একটি স্বাধীন রাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তার উচিত নয়।‘ ল্যাপিদ বলেন, আমি আশা করি এবং ধরে নিচ্ছি যে, এটি একটি পুরষ্কার যা তিনি (ট্রাম্প) তাকে (নেতানিয়াহু) দিচ্ছেন। কারণ, তিনি গাজা ইস্যুতে তাকে চাপ দেওয়ার এবং বলপ্রয়োগ করার পরিকল্পনা করছেন।