ইসরায়েলি একটি আশ্রয়কেন্দ্রে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র।এতে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও আটজন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে। যদিও ইসরায়েলের দাবি যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধী। তবে বড় আকারের ওয়ারহেড বোমা নিক্ষেপ করায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এক্স–এ এক বিবৃতিতে বলেছেন, ‘দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন পর্যন্ত তিন জন নিহত এবং কমপক্ষে আট জন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছয় জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় এমডিএ।