রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে যায় সংগঠনটি। পরে সেখানে সংবাদ সম্মেলন করে। সংগঠনের সদস্যসচিব জাহিদ হাসান অভিযোগ করে বলেন, ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ক্যাম্পাসে বারবার ককটেল বিস্ফোরণ হচ্ছে, কিন্তু প্রশাসনের এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেই। যারা ডাকসু চায় না, তারা এই ক্যাম্পাসে তৎপরতা চালাচ্ছে। যার ককটেল মেরে এই ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইবে, তাদেরকে ছাত্রলীগের মতো ক্যাম্পাস ছাড়া করব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ৫ আগস্ট পরবর্তীতে প্রথম ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এই রকম ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব হলের প্রভোস্টদের সঙ্গে ডাকসু নিয়ে মিটিং করেছে। সেখানে ইতিবাচক ফলাফল পাওয়া যায়। সেই ডাকসুকে বানচাল করার জন্যই এমন কার্যক্রম ঘটিয়েছে।