কক্সবাজারের উখিয়ায় বিরল প্রজাতির এক বিশাল আকৃতির বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি। ২২ জুন রাতে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার এক বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। সোমবার (২৩ জুন) বিকেলে সংরক্ষিত বনে তা অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার সাপটি বার্মিজ পাইথন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, অজগরটি সোমবার বিকেলে দোছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা