পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর অতীতের কলঙ্ক মোচনের একটি সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। আজ রবিবার বেলা ১১টায় টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি বলেন, ‘বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতা আমাদের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের ঘটনার পর কিছুদিন পুলিশ কর্মবিরতিতে ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার কাজ করছি।’ নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে ভালো কাজের মাধ্যমে। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এএইচএম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। সমাপনী কুচকাওয়াজে ৮১৭ জন নবনিযুক্ত পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।