সুষ্ঠু সুন্দর সমাজ গড়তে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। যাতে তোমরা ভালো মা হতে পারো। একজন ভালো মা পারেন তার সন্তানদের স্বাভাবিক মানুষ হিসাবে গড়ে তুলতে। শনিবার সকালে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর, উপ–পরিচালক (উন্নয়ন) শিক্ষা প্রকৌশল হুমায়ূন কবির, সহকারী পুলিশ কমিশনার তেজগাঁও জোন রব্বানী হোসেন, কলেজ পরিচালনা পরিষদের হিতৈষী সদস্য লিয়াকত আলী ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক। অনুষ্ঠানে বিদায়ি ছাত্রীদের উদ্দেশে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন সুলতানা। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল জবিউল্লাহ। ছাত্রীদের দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন কলেজের শিক্ষক তবিবর রহমান শেখ ও কামরুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকারিয়া। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিদায়ি ছাত্রীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।