টাঙ্গাইলের মধুপুরে দেড় বিঘা জমির প্রায় পরিপক্ব ৫ হাজার আনারস কেটে সাবাড় করেছেন জামাতা। এতে শ্বশুরের পরিবারে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। জাহিদুল ইসলাম বাবু নামে জামাতার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন শাশুড়ি আসমা খাতুন। ১৮ জুন রাতে আসমা খাতুন বাদী হয়ে জামাতা ও তার চাচা সাইফুল ইসলামকে দায়ী করে মধুপুর থানায় একটি অভিযোগ করেন। উপজেলার বেরীবাইদ ইউনিয়নের চুনিয়া মৌজার গোবুদিয়া গ্রামের ময়েজ উদ্দিনের আনারস বাগানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে উল্লেখিত দুই চাচা–ভাতিজা ও সঙ্গীয় ৮ থেকে ১০ জন মিলে গোবুদিয়া গ্রামের দেড় বিঘা জমির আনারস কেটে ধ্বংস করে দিয়েছে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ময়েজ উদ্দিনের ছেলে আল আমিন জানান, স্বামী–স্ত্রী দাম্পত্য কলহের জেরে সম্প্রতি তার বড় বোন মুক্তি সুলতানা (২৮) জাহিদুলের বাড়ি থেকে এসে তাদের বাড়িতে আসেন। এ নিয়ে বোন জামাই জাহিদুলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। নানা হুমকি–ধামকি অব্যাহত রেখেছেন জাহিদুল। একপর্যায়ে মঙ্গলবার রাতে তাদের বাগানের আনারস কেটে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেছেন তিনি।
জাহিদুল ইসলাম বাবু তার বিরুদ্ধে করা শাশুড়ির অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা উল্লেখ করেছেন। আক্রোশ থেকে তিনি এমন করেছেন বলে জানান তিনি। জাহিদুল বলেন, প্রেমঘটিত প্রায় ১০ বছরের সংসার জীবনে তাদের ৮ বছরের এক মেয়ে আছে। তার ভাষ্যমতে, মুক্তি সুলতানা সামান্যতেই রাগারাগি এবং সংসার রেখে বাবার বাড়ি চলে যাওয়ার এমন ঘটনা একাধিকবার ঘটেছে। গত ঈদুল আজহার আগেও চলে গেছেন। বরাবরের মতো সমস্যা চলছে। মধুপুর থানার উপ–পরিদর্শক (এসআই) সেলিম শিকদার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।