চলতি মৌসুমে আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ মহাতারকা যে আল নাসর ছাড়ছে, সেটা মোটামুটি নিশ্চিত ছিল। আল নাসর ছাড়ার ইঙ্গিত রোনালদো নিজেই দিয়েছেন। গেল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রোনালদো লেখেন, ‘এই অধ্যায়টি শেষ। গল্পটি এখনো লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ।‘ সিআর–সেভেনের এমন পোস্টের পর তার ভক্ত সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তার পরবর্তী গন্তব্য নিয়ে। আগামী মাসে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আল নাসর। যার কারণে সৌদি ক্লাবটির খেলা হচ্ছে না ক্লাব বিশ্বকাপ। পর্তুগিজ তারকার পরবর্তী গন্তব্য কোথায়, তালিকায় একাধিক ক্লাবের নাম সামনে এলেও সবার ওপরে আছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। দলটি খেলবে ক্লাব বিশ্বকাপে। তবে গতকাল আল নাসরের পরিচালক হিয়েরো এক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা। তিনি বলেন, ‘শুরু থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি একটি জাতীয় প্রকল্প। ফুটবল ইতিহাসে তিনি বিশাল ঘটনা। সৌদি লীগকে এগিয়ে নিতে সাহায্য করেছেন। আমরা তার চুক্তি নবায়নের জন্য যোগাযোগ করছি এবং আশা করি তিনি আমাদের সঙ্গেই থাকবেন।‘
এর আগে একাধিকবার রোনালদো নিজেই বলেছিলেন, সৌদি থেকে তিনি টানতে চান তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি। রোনালদো যদিও আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেন, তাহলেও হয়তো অন্য ক্লাবের জার্সি গায়ে খেলবেন ক্লাব বিশ্বকাপ। এই তালিকায় সবার ওপরে আছে সৌদি ক্লাব আল হিলাল। কেননা ক্লাবটি নিশ্চিত করেছে ক্লাব বিশ্বকাপে খেলার টিকিট। তবে রোনালদো কোথায় যাচ্ছে, তা জানা যাবে আগামী ১০ জুনের মধ্যে। কেননা ক্লাব বিশ্বকাপে খেলা দলগুলোর জন্য ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত ট্রান্সফার উইন্ডো চালু করবে ফিফা।