অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও বলেছেন, গাজায় হামলার শিকার শিশু ও বাবা–মায়েদের কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে। বুধবার সেন্ট পিটার্স স্কয়ারে এক সভায় তিনি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে এই মন্তব্য করেন। এছাড়া আন্তর্জাতিক আইনের প্রতি ‘পূর্ণ সম্মান’ প্রদর্শনেরও আহ্বান জানান পোপ। তিনি বলেন, গাজা উপত্যকায় মৃত সন্তানদের শরীর ধরে থাকা বাবা–মায়েদের কান্না ক্রমেই স্বর্গে পৌঁছে যাচ্ছে। তিনি আরও বলেন, দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ, লড়াই বন্ধ করুন এবং সকল জিম্মিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। গত ৮ মে নির্বাচিত হয়ে পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হন পোপ লিও। সভায় তিনি ইউক্রেন যুদ্ধ অবসানেরও আবেদন জানান।