এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) না থাকায় একদিন বন্ধ থাকার পর সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৭টি গাড়িতে প্রায় ৪০টন মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি করা হয়।আখাউড়া মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) ছাড়পত্রের প্রয়োজন হয়। ওই কাগজপত্র মাছ ব্যবসায়ীদের হাতে না পৌঁছায় বুধবার ব্যবসায়ীরা ভারতে মাছ রপ্তানি বন্ধ রেখেছেন। বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে তিনি জানিয়েছেন। আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দর দিয়ে প্রায় ৪২৭ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। এদিকে ২০২৪-২৫ চলতি অর্থবছরে ৯মাসে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছসহ ৪৫৩ কোটি টাকার বিভিন্ন পণ্য সামগ্রী রপ্তানি বাণিজ্য হয়েছে।