চলতি বছরের ঢাকার নাট্যদলগুলো তাদের পুরোনো নাটকগুলোর নিয়মিত প্রদর্শনীর পাশপাশি নতুন নাটকও মঞ্চে এনেছে। ঢাকার দুইটি মঞ্চ, শিল্পকলা একাডেমি (তিনটি মিলনায়তন) ও মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রতিদিনই থাকছে নাটকের প্রদর্শনী। এছাড়াও শহীদ মিনার প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানেও পথনাটকের প্রদর্শনী করছে নাট্যদলগুলো। আয়োজিত হয়েছে বিভিন্ন নাট্যোৎসব। বলা যায়, নতুন নাটক মঞ্চে আনার পাশাপাশি দলের পুরোনো নাটকগুলোর প্রদর্শনী নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন নাট্যকর্মীরা। মঞ্চপাড়া ফের সরব হওয়াতে যেমন বেড়েছে ব্যস্ততা তেমনি স্বস্তি ফিরেছে নাট্যাঙ্গনে। বছরের শুরুতেই নবরস নৃত্য ও নাট্যদল নিয়ে আসে তাদের নতুন নাটক ‘সাতকাহন’। এটি দলের চতুর্থ প্রযোজনা। ২ জানুয়ারি রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হয় উদ্বোধনী প্রদর্শনী। টানা তিন দিন নাটকটির তিনটি প্রদর্শনী করে দলটি। যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ তারকা হোটেলের লিফটে আটকা পড়ে তিন অঙ্গনের তিন নারী। উচ্চাকাক্ষী উঠতি একজন অভিনেত্রী, এক গৃহবধূ ও এক যৌনকর্মী। প্রথমে সন্দেহ, তর্ক আর অপমানের জালে জড়িয়ে পড়লেও ধীরে ধীরে নিজেদের জীবনের গল্পে তারা একে অপরকে চিনতে শুরু করেন। পুরুষতান্ত্রিক সমাজের শোষণ, বঞ্চনা আর ব্যক্তিগত সংগ্রামের গল্প তাদের এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ করে। এমন গল্প নিয়েই এগিয়েছে এ নাটক। নাট্যরূপ দিয়েছেন শামীম সাগর, নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সৈয়দা শামছি আরা ও মিতা গাঙ্গুলী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মঞ্চে নিয়ে আসে নাটক ‘দ্য রুলস অব লাভ’। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির। ৩ ও ৪ জানুয়ারি নাটকটির দুটি প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমিতে। মূলত দুই সময়ের প্রেক্ষাপট, ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এ নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব–বিচ্ছেদ এবং এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে ত্বরান্বিত হয় নাট্যকাহিনী। এলিফ শাফাকের ‘ভালোবাসার ৪০ নিয়ম’ এবং নাইজেল ওয়াটসের ‘দ্য ওয়ে অব লাভ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। নতুন বছরের শুরুতেই নতুন নাটক মঞ্চে আনে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। দলটির ৪০তম প্রযোজনার নাটক ‘বলয়’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ। ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকের কাহিনী গড়ে উঠেছে বৃত্তে আবদ্ধ মানবসত্তার বৃত্ত ভাঙার আকুতি এবং বাস্তবতার টানাপড়েনকে ঘিরে। এর কেন্দ্রীয় চরিত্রে তিনজন, যথাক্রমে একজন রাজনীতিবিদ, একজন বিজ্ঞান চিন্তক এবং একজন আধ্যাত্মতাত্ত্বিক। প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতা বলেই প্রতিষ্ঠিত, সমাজ সংসারে আদৃত কিন্তু অন্তরাত্মায় একঘেয়েমির জাঁতাকলে নিষ্পেষিত। নিষ্পেষণের সর্বগ্রাসী দাবানল থেকে শীতল হতে, অন্তঃসারশূন্যতা থেকে সমৃদ্ধি পেতে, শৃঙ্খলের গন্ডি থেকে মুক্তি পেতে তারা একত্রিত হয় মনোবিশ্লেষকের কাছে কাউন্সিলিং পেতে।
আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘আত্মজয়’ মঞ্চে এনেছে শূন্যন রেপার্টরি থিয়েটার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে ২৭ ফেব্রুয়ারি এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটি লিখেছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এটি নিয়ে নাট্যকার বলেন, ‘বর্তমান সময়ের যে অস্থিরতা,মানুষের চাওয়া–পাওয়া, আর্থসামাজিক অবস্থা সবকিছু মিলিয়ে মানুষ হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। ছোটখাট বিষয় নিয়ে আত্মহত্যা করছে। আত্মহত্যা থেকে নিরুৎসাহিত করার জন্যই এ নাটক।’ এতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, অবনী সুলতানা, সানী, রকি। এদিকে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত টানা প্রদর্শনী হয় ‘তুম্বা ও প্রতিবেশী’ নতুন একটি নাটকের। এটি মঞ্চে এনেছে বাঙলা থিয়েটার। মিরপুর–১১–এর ঋদ্ধি গ্যালারিতে তিন দিনে ছয়টি প্রদর্শনী হয়। এটি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন ও এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ। নাটকের গল্পে দেখা যায়, রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তার সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়। ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যায়। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়। নাটকটির সহযোগী নির্দেশক হিসাবে ছিলেন শামীমা শওকত লাভলী। তিনি জানান, মিরপুরে প্রদর্শনীর আগে মার্চে মাসে নেপালের ইন্টারন্যাশনাল পিপলস থিয়েটার ফেস্টিভ্যালে নাটকটির দুইটি প্রদর্শনী হয়েছে।
নাটকের দল ‘তাড়ুয়া’ এ বছর মঞ্চে নিয়ে এসেছে তাদের নতুন প্রযোজনা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। শিল্পকলা একাডেমিতে ২৩ এপ্রিল নাটকটির উদ্বোধন মঞ্চায়ন হয়। পরপর তিনদিন নাটকটির তিনটি প্রদর্শনী করে তাড়ুয়া। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। এ নাটকে উঠে এসেছে যুদ্ধমুখী বিশ্বরাজনীতির গতিপথ। এদিকে নতুন নাটক নিয়ে কাজ করছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। তাদের প্রযোজনার নাম ‘কমলা রঙের বোধ’। জানা গেছে, এরইমধ্যে নাটকটির একটি টেকনিক্যাল শো হয়েছে। সব ঠিক থাকলে রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। বাংলা সাহিত্যের অনন্য কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। জাগরনী থিয়েটারও প্রস্তুতি নিচ্ছে নতুন নাটকের। ‘কাদা মাটি’ নামে নাটকটি নিয়ে আগামি জুন মাসেই মঞ্চে আসতে চলেছে দলটি। নাটকটি রচনা করেছেন অনিকেত পাল, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। এছাড়াও ঢাকার আরও একাধিক নাট্যদল নতুন নাটক নিয়ে মহড়া করছেন। চলতি বছরেই সেগুলো মঞ্চে আসার সম্ভাবনা রয়েছে।