বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার পয়সারহাট এলাকার পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিনেও সংস্কার না করায় ২০ গ্রামের মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। প্রতিদিন ২০টি গ্রামের বাসিন্দা ও স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট–আমবৌলা ও সাতলা সড়কটি দীর্ঘ সাত বছর আগে পিচ ঢালাই করা হয়েছিল। এরপর সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে এটি কাঁচা সড়কে পরিণত হয়েছে। ২০ গ্রামের মানুষের চলাচলের এই একমাত্র সড়কটি দিয়ে বাধ্য হয়ে জনসাধারণকে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট–বড় দূর্ঘটনার সম্মুখীন হতে হয়। ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। স্থানীয় বাসিন্দারা আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সড়কটি সংস্কারের জন্য একাধিকবার অনুরোধ করেও কোন সুফল মেলেনি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী বলেন, আগৈলঝাড়ার এই বেহাল সড়কসহ অগ্রাধিকার ভিত্তিতে আরও কয়েকটি অভ্যন্তরীণ সড়ক জরুরিভিত্তিতে সংস্কার করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি ও বরাদ্দ আসলেই সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।