অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের প্রতিরোধের মুখে নিহত হয়েছে এক ইসরায়েলি মেজর। এ ছাড়া আহত হয়েছে আরও তিন সেনাসদস্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মার্চের মাঝামাঝি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলো। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, গাজার উত্তরাঞ্চলে এক লড়াইয়ে সার্জেন্ট মেজর ঘালিব স্লিমান আল নাসরা মারা যান, এ ছাড়া আহত হন আরও তিনজন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন। হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হন, আহত হন আরও অনেকে। জবাবে গাজায় বহুদিন ধরে চলা সামরিক অভিযান জোরাল করে ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।