রাস্তায় ময়লা ফেলাকে ‘অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা’ বলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। ডিএনসিসির আওতাধীন নতুন বাজার এলাকায় প্রধান সড়কে বাসা বাড়ির ময়লা ফেলা নিয়ে জানতে চাইলে এমনটি বলেছেন সংশ্লিষ্ট করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন বাজার এলাকায় প্রধান সড়কে বাসা বাড়ির ময়লা ফেলে রাখা হচ্ছে। আশপাশের এলাকা থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে ময়লা এনে রাস্তায় ফেলে রাখায় সড়কটিতে প্রচন্ড যানজট ও দুর্ভোগ সৃষ্টি হয়। বলা হচ্ছে পরিচ্ছন্নতাকর্মীরা বেতন না পাওয়ায় রাস্তায় ময়লা ফেলে প্রতিবাদ করছে। আর এ ঘটনাকেই বিচ্ছিন্ন বলে দাবি করেছে ডিএনসিসি। রাস্তায় ময়লা ফেলা নিয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম আজ মঙ্গলবার আমাদের সময়কে বলেন, ‘এটা অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা। নিকট অতীতে এরকম ঘটনা ঘটেনি। ঘটনার খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ওই রাস্তার সমস্ত ময়লা পরিস্কার করে সেখানে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। এখন আর দুর্গন্ধও নাই, ময়লাও নাই।’
বেতন বকেয়া থাকায় পরিচ্ছন্নতাকর্মীরা এমনটা করেছে বলে দাবি করা হচ্ছে– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা ওখানে ময়লা ফেলেছে তারা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী না। সিটি করপোরেশন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে ময়লা সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে যায়। অন্যদিকে, বিভিন্ন কমিউনিটির মাধ্যমে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে ভ্যান সার্ভিসের মাধ্যমে এসটিএস–এ ময়লা রাখা হয়। এই কাজটি সিটি করপোরেশনের না। তাই যারা সেখানে ময়লা ফেলেছে তারা সিটি করপোরেশনের কোনো কর্মীই না। সেখানে বেতন বকেয়া রাখার প্রশ্ন আসবে কীভাবে? যদি এরকম হয়ে থাকে তাহলে কমিউনিটির যাদের মাধ্যমে সংগ্রহ করা হয় সেখান থেকে হতে পারে।’