এবার মুক্তি পাচ্ছে বনি সেনগুপ্তের প্রথম উড়িয়া ছবি ‘আজিরা রেবতী’। শুভ্রাংশ দাস পরিচালিত এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে শ্রীক্ষেত্র পুরীর গীতিকার বদ্রি মিশ্রর ছোটগল্প অবলম্বনে। এই ঈদে বনি–কৌশানী অভিনীত ‘হাঙ্গামা ডট কম’ মুক্তি পেলেও তেমন সাড়া ফেলেনি ছবিটি। তাই এবার তিনি বাংলা ছেড়ে উড়িয়া ছবিতে ভাগ্য পরীক্ষার চেষ্টা করলেন!
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা