জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন। অন্যদিকে দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট হিসেবে নির্বাচিত হয়েছেন নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে কুল–বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয় দেশের খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রের সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের। বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার) নির্বাচিত হওয়ার দৌড়ে মিরাজ পেছনে ফেলেন সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা ও অলিম্পিক কোয়ালিফায়ার আর্চার সাগর ইসলামকে। অন্যদিকে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’-এর লড়াইয়ে ঋতুপর্ণা এগিয়ে যান মিরাজ ও পেসার নাহিদ রানার চেয়ে।