সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার, ১০ এপ্রিল থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন, যা পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য, বিশেষভাবে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখবে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছে। এবারের পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে আয়োজিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার মধ্যে প্রশ্ন ফাঁস বা নকলের সঙ্গে যুক্ত থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বিশেষত মোবাইল ফোন, নিয়ে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা থাকবে, যেখানে ফোন বা ইমেইলের মাধ্যমে তথ্য প্রদান করা যাবে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য নির্দিষ্ট নম্বরগুলো দেওয়া হয়েছে: ০২–২২৩৩৫৬৭৮০, ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৪৯৯৩৪৪১২। ই–মেইল: examcontrolroom@moedu.gov.bd।