মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। এরপর মাঠে নামলেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। গোলের দেখাও পেলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তবুও জিততে পারেনি মায়ামি। মেসির গোলে টরন্টো এফসির বিপক্ষে ১–১ এ সমতায় থেকে মাঠ ছেড়েছে হ্যাভিয়ের মাশ্চেরানো শিষ্যরা। সামনেই কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তাই টরন্টোর বিপক্ষে মেসি মাঠে নামবেন কি না, তা নিয়ে রহস্য রেখে দিয়েছিলেন কোচ মাশ্চেরানো। তবে মেসি মাঠে নেমে গোল করে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন দলকে। এই মৌসুমে চতুর্থ ম্যাচে এটি মেসির তৃতীয় গোল। মায়ামিতে যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি আর্জেন্টাইন মহাতারকার ৪০তম গোল।
সোমবার (৭ মার্চ) চেজ স্টেডিয়ামে মায়ামি–টরন্টো ম্যাচের গোল দুটিই এসেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। টরন্টোর হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন সাবেক জুভেন্টাস উইঙ্গার ফেদেরিকো বার্নার্দেস্কি। অন্যদিকে যোগ করা সময়ের পঞ্চম ও শেষ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। তিনি প্রথমার্ধে আরও একটি গোল করেছিলেন। সেটি পরে ভিএআরে বাতিল হয়ে যায়। এই ড্রয়ে মায়ামি এমএলএসে কলোম্বাসের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে মেসিরা একটি ম্যাচ কম খেলেছেন। ৬ ম্যাচ শেষে মায়ামির সংগ্রহ ১৪ পয়েন্ট। অন্যদিকে ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কলোম্বাস।