ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, চাপের মুখে আমরা আলোচনায় বসব না, আপনারা যা খুশি করতে পারেন। গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ইরানকে আলোচনায় বসতে নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে পেজেশকিয়ান বলেন, তারা (যুক্তরাষ্ট্র) হুমকি–ধমকি দিচ্ছে… এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি আপনার (ট্রাম্প) সঙ্গে আলোচনাও করব না, আপনি যা খুশি করুন। রাশিয়া–চীন–ইরান আলোচনা : ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আগামীকাল শুক্রবার রাশিয়া, চীন ও ইরান বেইজিংয়ে আলোচনায় বসবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইরান–রাশিয়ার গভীর সম্পর্ক বিরাজ করছে। এই দুই দেশেরই আবার চীনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।