টানা তৃতীয় ম্যাচে দেখা গেল না লিওনেল মেসিকে। তবে আগের দুই ম্যাচের মতো এবারও জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে বাংলাদেশ সময় সোমবার ভোরে দশজনের দল নিয়েও শার্লটকে ১–০ গোলে হারিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। ম্যাচের ৪৬তম মিনিটে একমাত্র গোলটি করেন তায়েদো আলেন্দে। আগের দুই ম্যাচে দলেই ছিলেন না মেসি। এদিন দলে ধাকলেও পুরোটা সময় বেঞ্চে বসেই কাটিয়ে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষক অস্কার উস্তারি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। তখন অনেকেরই আশা ছিল মেসিকে মাঠে দেখার। কিন্তু পুরোটা সময় বেঞ্চেই কাটিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী মহানায়ক।
মায়ামির মূল গোলকিপার ড্রেক ক্যালেন্ডার চোটের কারণে মাঠের বাইরে বেশ কিছু দিন ধরেই। তার বদলে খেলছিলেন অস্কার উস্তারি। তার লাল কার্ডে তাই তৃতীয় পছন্দের গোলকিপার রোকো রিওস নোভোকে নামাতে বাধ্য হয় মায়ামি। তবে দলকে উদ্ধার করেন দারুণ ফর্মে থাকা একজন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন তাদেও আইয়েন্দে। সেল্তা ভিগো থেকে ধারে মাস দুয়েক আগে মায়ামিতে আসা আর্জেন্টাইন উইঙ্গার গোলের দেখা পেলেন টানা চার ম্যাচে একজন কম নিয়েও রক্ষণভাগের দৃঢ়তায় সেই গোল শেষ পর্যন্ত ধরে রাখে মায়ামি।
ম্যাচের আগের দিন মাসচেরানো জানিয়েছিলেন, দশ দিনে তিনটি ম্যাচ খেলায় পেশীর অবসাদজনিত সমস্যায় ভুগছেন মেসি। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভেলিয়ার এফসির বিপক্ষে দেখা যেতে পারে মেসিকে। এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দুইয়ে মায়ামি। ৩ ম্যাচে ২ জয় আর ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া জিতেছে ৩ ম্যাচেই। তাদের পয়েন্ট ৯।