অস্কার মঞ্চে ভারতের তীব্র হতাশা। একটি পুরস্কারও ঘরে তুলতে পারলো না। প্রিয়াংকা চোপড়া প্রযোজিত ‘অনুজা’- ছবিটি সেরা লাইভ অ্যাকশন স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মনোনীত হয়েছিল। শেষ মুহূর্তে কল্পবিজ্ঞান ঘরানার ‘আই অ্যাম নট অ্যা রোবট’- ছবিটির কাছে হেরে গেল। ‘অনুজা’-র নেপথ্যে ছিলেন প্রিয়াংকা চোপড়া। সঙ্গে গত বছরের অস্কার জয়ী প্রযোজক গুনীত মোঙ্গা সহ অন্যরা।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা