ক্ষুদে বার্তা দেখেই ছানাবড়া চোখ, চিন্তার ভাজ কপালে। কী করবেন? টাকা না দিকে একমাত্র ছেলেকে তুলে নিয়ে যাবে অপরাধীরা। ছাড় নেই পরিবারের অন্য সদস্যদেরও। দরকার ২০ লাখ, অবশেষে খুঁজতে গিয়ে পাওয়া গেল ফেক ফেসবুক আইডি দিয়ে এসেছে হুমকি। ফোন নম্বর ও ছবি ব্যবহারকারী ব্যক্তি জানেই না কিছু৷ তাহলে হুমকি কে দিয়েছে।
এবার আসা যাক ফেসবুক হ্যাকিংয়ের ঘটনায়৷ গর্ভকালীন জটিলতা নিয়ে স্বামীর ম্যাসেঞ্জারে পাঠানো ব্যক্তিগত ছবি পাঠিয়ে হুমকি, টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে ভুক্তভোগীর ছবি। এবার নতুন গল্প, পরিবারে নতুন অতিথি আসার খবরে বাড়তি আয়ের চাপ বাবার ঘাড়ে। তাই অনলাইনে আয়ের প্রলোভনে পা দিয়েছিলেন তিনি। ধরা খেয়েছেন ১৪ লাখের বেশি টাকা। একই প্রলোভনের ফাঁদে নিঃস্ব হয়েছেন অনেকেই। কীভাবে প্রতারণা করেন অনলাইন অপরাধীরা, সেই হিসেব কষে দেখালেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী।
তিনি বলেন, ফিশিং আ্যটাক আগে যে রকম এভেইলেবল হয়ে গেছিল, মানুষ ধরতে পারত এটা একটা ফিশিং আ্যটাক। এখন এটা একটু এডভান্স হয়ে গেছে। কোন ফাঁকফোকরে অপরাধীদের বাস, সেই হিসেব আগেই কষেছেন কম্পিউটার বিশেষজ্ঞরা৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, যারা দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই আইসিটি সেক্টর নিয়ন্ত্রণ করেছে, ৫ই আগস্টের পরে তারা অনেকেই এখন নাই অথবা অনেকে তাদের জায়গা পরিবর্তন করেছে। যে কারণে, আমাদের পুরো আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এটাতে একটা ধাক্কা লাগছে।
দেশি–বিদেশি চক্রের কাছে অসহায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষতার অভাবে এখনো সুরাহা হচ্ছে না অধিকাংশ মামলা। নতুন বাংলাদেশে রাজধানী ঢাকায় এখন পর্যন্ত সাইবার অপরাধে ১ হাজার ৪৮৮টি মামলা হয়েছে। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯৮৮টি মামলা। আর আসামি গ্রেপ্তার হয়েছে ৫৯জন। তবে অনলাইন প্রতারণার ফাঁদে সব হারানো মানুষের সংখ্যা এ দেশে কম নয়। তাই লোভের ফাঁদে পা না দেয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর।