গেল সপ্তাহে অসুস্থ হয়ে পড়েন পপস্টার শাকিরা। অসুস্থতার কারণে তার কনসার্ট স্থগিত হয়ে যায়। শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হন হাসপাতালে। সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরেছেন। বুধবার রাতে পারফর্ম করেন নিজের দেশ কলম্বিয়ার বোগোতাতে। আর মঞ্চে ফিরেই ঝড় তুললেন তিনি। গত বছর মুক্তি পায় শাকিরার ১২তম স্টুডিও অ্যালবাম ‘ওমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’। সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন ৪৮ বছর বয়সী গায়িকা। বোগোতাতে এদিন মঞ্চে চেনা রূপে হাজির হন কলম্বিয়ার গায়িকা। নাচে–গানে রীতিমতো ঝড় তোলেন। ১১ ফেব্রুয়ারি ব্রাজিল থেকে শাকিরা এই কনসার্ট ট্যুর শুরু করেছেন। এরপর পেরু হয়ে এসেছেন কলম্বিয়ায়। কলম্বিয়ার পর্ব শেষে চিলি, আর্জেন্টিনায় পারফর্ম করবেন। আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্মের মধ্য দিয়ে শেষ হবে ট্যুর।
২০০১ সালে ‘হোয়েনএভার, হোয়ারএভার’ গানটি তাকে এনে দেয় ব্যাপক আন্তর্জাতিক খ্যাতি। তার অ্যালবাম ‘লন্ড্রি সার্ভিস’ বিশ্বব্যাপী প্রায় এক কোটি ত্রিশ লাখ কপি বিক্রির মধ্য দিয়ে আন্তর্জাতিক পপ–রক সংগীতাঙ্গনে শাকিরা হয়ে ওঠেন মধ্যমণি। দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের থিমসং ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা’ গানটি বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় স্থান পেয়েছে। সংগীতজীবনে একাধিক গ্র্যামি ও গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিরা।