ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ব্যারিকেড দিয়ে এক কুয়েত প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রামের জোরালগঞ্জ থানার উত্তর সোনাপাহার গ্রামের আবুল খায়েরের ছেলে প্রবাসী নাইমুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, প্রবাসী নাইমুল ইসলাম গতকাল কুয়েত থেকে ঢাকা বিমানবন্দর হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। গাড়িতে তার সঙ্গে স্বজনরাও ছিলেন। গাড়িটি চৌদ্দগ্রামের ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের গতিরোধ করে। এ সময় আট থেকে ১০ জনের ডাকাতদল চাপাতিসহ অন্যান্য অস্ত্র দিয়ে প্রবাসীর গাড়িতে ভাঙচুর চালায় এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রবাসী নাইমুলের সঙ্গে থাকা মালামাল ভর্তি তিনটি কার্টন, নগদ টাকা ও স্বর্ণালংকার, দিনার ভর্তি একটি হ্যান্ডব্যাগ এবং স্বজনদের নগদ টাকা ও মোবাইল লুটে নেয় ডাকাতদল।
নাইমুল ইসলাম জানান, ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশের চৌদ্দগ্রামের মিয়াবাজার থানার ওসি জসিম উদ্দিন বলেন, ডাকাতির ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, আমি চট্টগ্রামে একটি মিটিংয়ে আছি। একটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ডাকাতদের শনাক্তসহ দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে আশা করছি। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত ও ডাকাতদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।