রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুন লেগেছে। আজ বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে এই আগুন লাগে।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, জামান টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।তিনি বলেন, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৩টি ইউনিট।
তিনি জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের কারণ জানাতে পারেননি তিনি। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কেও কিছুই জানাতে পারেননি রাকিবুল ইসলাম। তবে ভবনটি থেকে দুজন পুরুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে আমজনতার দলের প্রধান কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে বলে জানা গেছে।