দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। তিনি বলেছেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো। সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, আমরা ভেবেছিলাম, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব। কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন পর্যন্ত না একটা নির্বাচিত সরকার পাই; আমাদের এই কাজ ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। ফায়ারিং প্রতিযোগিতায় এবার প্রথম স্থান অর্জন করেন ৩৩ পদাতিক ডিভিশন; রানারআপ হয়েছে সাত ব্রিগেড ডিভিশন। সমাপনী অনুষ্ঠানে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।