ভালোবাসার অনন্ত নজির সৃষ্টি করলেন ব্রাজিলের এক দম্পতি। ৮৪ বছর ৭৭ দিন এক সঙ্গে কাটিয়ে নাম লেখালেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বে জীবিত কোনো দম্পতি হিসেবে সবচেয়ে বেশি সময় একে অপরের সঙ্গে থেকে তারা ওই বিশ্ব রেকর্ড গড়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ম্যানোওয়েল অ্যাঙ্গেলিম ডিনো ও স্ত্রী মারিয়া দে সুসা ডিনোর বয়স যথাক্রমে ১০৫ ও ১০১ বছর। ১৯৪০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সময় অবশ্য তখন ভিন্ন ছিল। ম্যানোয়েল ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন। মারিয়া ১৯২৩ সালে। কৃষি নিয়ে কাজ করার সময় ১৯৩৬ সালে প্রথম তাদের দেখা হয়। ম্যানোলা আলমেইদা প্রদেশে যান ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ক্যান্ডির চালান আনতে। ওই সময় মারিয়ার সঙ্গে তার পরিচয় হয়। তবে তখনো শুধু পরিচিত হিসেবেই ছিলেন তারা। এর কয়েক বছর পর তারা সম্পর্কে জড়ান। যা পরবর্তীতে পরিণয়ে রূপ নেয়।
প্রথম সাক্ষাতে তারা অবশ্য বেশি দূর আগান নি। তবে ১৯৪০ সালে ম্যানোয়েল সিদ্ধান্ত নেন মারিয়াই সেই নারী যার সঙ্গে তিনি বাকি জীবন কাটাতে চান। প্রথম দেখায় প্রেমের যে বিষয়টি সেটিই ঘটে ম্যানোয়েলের সঙ্গে। ওই সময় তিনি সুযোগ হাতছাড়া না করার সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে তিনি মারিয়াকে তার অনুভূতির কথা জানান এবং মারিয়ার সিদ্ধান্ত জানতে চান। মারিয়া তাৎক্ষণিক তাকে ইতিবাচক উত্তর দেন। মারিয়ার মা অবশ্য শুরুতে তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। এর কারণে ম্যানোয়েলকে তার পরিবারের বিশ্বাস অর্জনে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ম্যানোয়েল তাদের জন্য একটি ঘর বানাতে শুরু করেন। পরিবারের সম্মতি পাওয়ার পর ১৯৪০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা একত্রে পর্যায়ক্রমে তামাক চাষ ও বিক্রি করে নিজেদের পরিবারকে সমর্থন দেন। যদিও কষ্টের ছিল তবুও তারা ১৩ সন্তান লালনপালন করতে সক্ষম হন। তাদের নাতি–নাতনির সংখ্যা ৫৫।