গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ–৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা