সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারকরা ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট কিনে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ বাংলাদেশ রেলওয়ের টিকিট কালোবাজারে বিক্রির মাধ্যমে যাত্রী হয়রানি ও প্রতারণা প্রতিরোধে সর্বসাধারণকে রেল সেবা অ্যাপ অথবা সরাসরি রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেনার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।