অঞ্জনার মৃত্যুতে শৈশবের বান্ধবী সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, ‘অঞ্জনা যে এভাবে চলে যাবে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে একটুও বুঝতে পারিনি।’ কিংবদন্তি এই শিল্পী বলেন, ‘কিছু বলার মতো মনের অবস্থা নেই। তারপরও কিছু বলতে হয়, কখনও তাকে কোনোদিন অসুস্থ শরীর খারাপ দেখিনি। হঠাৎ করে কী যে হলো কিছুই বুঝতে পারছি না।’ শৈশবের স্মৃতির বিষয়ে সাবিনা ইয়াসমিনের ভাষ্য, ‘আমরা তো অনেক অনেক ছোটবেলার বান্ধবী। যখন আমাদের ৬ থেকে ৭ বছর বয়স। আমরা দুইজন একই ওস্তাদের কাছে ক্লাস করেছি, অঞ্জনা গান শিখতো। এরপর বাচ্চাদের অনেক অনুষ্ঠানে যেত আমিও যেতাম সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু।’ শেষে তিনি বলেন, ‘আমরা বড় হবার পরে বিদেশে যখন অনুষ্ঠানে যেতাম। একসঙ্গে ঘুরাফেরা করতাম। যেটাকে বলে একদম অভিন্ন হৃদয়ের বন্ধু সুতরাং আমি বিশেষ কিছু বলতে পারবো না। আল্লাহ ওর আত্মাকে চিরশান্তিতে রাখুক এটা চাই।’