বৃহস্পতিবার সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী– ৩৫ হাজার ৬৩ পিস, জর্জেট থান কাপড়– ২,৫৪৭.২৫ মিটার, এস এইচ পাওয়ার ব্যাটারি– ৯৬ হাজার পিস এবং ভিক্স চকলেট– ২১৮ প্যাকেট ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া মালামালের বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৫৬২ টাকা। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। আটককৃত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা