চলতি শীত মৌসুমে সড়কে প্রাণহানি প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। দুই দিন আগেই সড়কে অন্তত ৯ মোটরসাইকেল আরোহীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গতকাল আবারও প্রাণ গেল তিন আরোহীর। অন্যদিকে মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
কুমিল্লায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন। গত রবিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনঘর এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন। সোমবার তাদের নিজ এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতদের স্বজনরা জানান, আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে মোটরসাইকেলযোগে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। পথে তারা এই দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তিন জন মারা যান। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কায় তিন জন প্রাণ হারিয়েছেন। সোমবার নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সড়ক দুর্ঘটনায় মাহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে আব্দুল্লাহপুর পাইকপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শিশু মাহিমকে অটোরিকশা চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে আব্দুল্লাহপুর এলাকার মোহাম্মদ মাসুম মিয়ার ছেলে।