নেইমারকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন ব্রাজিল ভক্তরা। যদিও চোটের কারণে জাতীয় দলের হয়ে তেমন কিছুই করতে পারেননি। আজও সেই স্বপ্ন অধরা। সামনে আরও একটি বিশ্বকাপ, নেইমার কি পারবেন ব্রাজিলের দুই যুগের সেই আক্ষেপ ঘোচাতে? ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টারে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হারের পরই অনেকে জাতীয় দলে নেইমারের শেষ দেখে ফেলেছিলেন। তবে, সবাইকে অবাক করে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করলেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান ব্রাজিলিয়ান তারকা।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘অবশ্যই আমি ফিরব। আমি এর প্রস্তুতি নিচ্ছি এবং আমি রোমাঞ্চিত এনিয়ে। গত নভেম্বরে আমাকে (জাতীয় দলে) ডাকা উচিত ছিল। কিন্তু আমার সঙ্গে কথা বলার পর কোচ সিদ্ধান্ত নিয়েছেন আমাকে না ডাকার। পরেরবার, আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’
চতুর্থ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন জানিয়ে নেইমার বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি ইতোমধ্যেই তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছি। অবশ্যই চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই। আমাকে এনিয়ে মনযোগী থাকতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের পাঁচে আছে। তবে নেইমার দলটিকে নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানালেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, এই দল উন্নতি করবে এবং সেই পথেই এগোচ্ছে। এটা ভুলে গেলে চলবে না যে, দলটি তরুণ এবং আমাদের সম্ভাবনা রয়েছে। যত দ্রুত সম্ভব সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, যাতে করে আমরা একটি দুর্দান্ত দল হয়ে উঠতে পারি।’