মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।আজ সোমবার সকাল ৯টায়ও ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এদিন সকাল ছয়টায় এখানে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানিয়েছে পঞ্চগড়ে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এর আগে গতকাল রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেখা গেছে, সোমবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। এ কারণে শীতের প্রকোপ কমছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে ঠাণ্ডাটা কিছুটা কমছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারিতে তাপমাত্রা আরও কমে যাবে। এ সময় শৈত্যপ্রবাহ বেড়ে যাবে।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা