ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গত এক মাসে চারটি স্ক্র্যাপ লোহাবোঝাই ট্রাকে লুটপাট হয়েছে। ডাকাতরা প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করেছে। পুলিশ চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার একটি কারখানা থেকে লুট করা স্ক্র্যাপ লোহাবোঝাই ট্রাক ও সীতাকুণ্ডের শেখেরহাট এলাকা থেকে রঙের কাঁচামাল বোঝাই তেলের ট্যাঙ্কার উদ্ধার করেছে। সীতাকুণ্ড মডেল থানায় দায়েরকৃত মামলার আসামির তালিকায় রয়েছে যুবদলের এক নেতার নামও। ইতোমধ্যে লুটপাটের ঘটনায় চার মামলায় অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। বন্দর সড়ক থেকে কুমিরা পর্যন্ত মহাসড়কের পাশে ১৫ কিলোমিটার অংশে অর্ধশত অবৈধ স্ক্র্যাপ লোহার দোকান রয়েছে। অধিকাংশ দোকান বন্দর বাইপাস সড়ক, বানুরবাজার ফুয়েল প্লাস সংলগ্ন, ভাটিয়ারী, মাদামবিবিরহাট, কদমরসুল, তেতুলতলা, মদনহাট, বার আউলিয়া ও কুমিরা এলাকায়। স্থানীয়ভাবে এ দোকানগুলো ভাঙারি দোকান হিসেবে পরিচিত। চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহাবোঝাই ট্রাকগুলো যখন সীতাকুণ্ডের কারখানার দিকে আসে তখন লুট করা হয়। সড়কের পাশের দোকানগুলো কেনে স্ক্র্যাপ লোহা। অনেক দোকান মালিক লুটকারী চক্রের সদস্যদের চুক্তিভিক্তিক ভাড়া খাটান বলে স্থানীয়রা জানিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ট্যানারি বটতল থেকে তেলবাহী ট্যাঙ্কারে (চট্ট মেট্রো–ঢ ৪১–০১৫৬) করে সাড়ে ১৩ হাজার লিটার রং কারখানার কাঁচামাল নিয়ে যাত্রা শুরু করেন চালক নুরুল ইসলাম বাবুল। প্রায় ১৪ লাখ টাকার কাঁচামাল বহনকারী ট্রাকটি ঢাকা সাভারের হেমায়েতপুর উজালা পেইন্ট ইন্ডাস্ট্রিতে পৌঁছানোর কথা ছিল বুধবার সকালে। গভীর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড শেখপাড়া নামক স্থানে অতিক্রম করার সময় একদল ডাকাত ট্রাকটির গতিরোধ করে। চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক লুট করে।
এ সময় ডিউটিতে থাকা সীতাকুণ্ড মডেল থানার পুলিশের তেলের ট্যাঙ্কারটি দেখে সন্দেহ হলে ডাকাতদের ধাওয়া করে। আটক করেন ডাকাত দলের দুই সদস্য জাহিদ হাসান রানা (২২) ও মো. কামাল উদ্দিনকে (২৭)। পালিয়ে যান অপর দুই ডাকাত। এ ঘটনায় তেলের ট্যাঙ্কার চালক নুরুল ইসলাম বাবুল বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। তিন আসামির নাম মো. ছালেক। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছেন। তবে এজাহারে পিতা–মাতার নাম অজ্ঞাত রয়েছে। ছালেক সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর।
গত ২৭ নভেম্বর রাতে সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় স্ক্র্যাপ লোহাঝোঝাই একটি ট্রাকে ডাকাতি হয়। স্ক্র্যাপ লোহার এ ট্রাকটি ছিল আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানার রড তৈরির কাঁচামাল। বিসমিল্লাহ ট্রান্সপোর্টের মালিকানাধীন ঢাকা মেট্রো ট ১৩–০২৮৪ ট্রাকটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সীতাকুণ্ডের কারখানায় যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে। পুলিশ ট্রাকসহ মালামাল উদ্ধার করেন। উদ্ধার হওয়া স্ক্র্যাপ লোহার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
আবুল খায়ের স্টিল মিলের সহকারী জেনারেল ম্যানেজার (এইচআর অ্যাডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া বলেন, ‘কারখানার কাঁচামাল বহনকারী ট্রাক ডাকাতির ঘটনার বিস্তারিত জানার পর তাৎক্ষণিক সীতাকুণ্ড থানাকে অবহিত করি। পুলিশ অভিযান চালিয়ে একটি কারখানা থেকে স্ক্র্যাপ লোহাসহ ট্রাকটি উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত এলাকায় অর্ধশতাধিক স্ক্র্যাপ লোহার অবৈধ দোকান রয়েছে। তারাই এ ডাকাতি ও স্ক্র্যাপ লোহা লুটের সঙ্গে জড়িত।’ সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ডাকাতি ও লুটের ঘটনায় চট্টগ্রাম নগরীর একটি কারখানা থেকে স্ক্র্যাপ লোহাবোঝাই ট্রাক ও সীতাকুণ্ডের শেখপাড়া থেকে তেলের ট্যাঙ্কার উদ্ধার করা হয়েছে।’